জামালপুর থেকে ময়মনসিংহ ও সরিষাবাড়ি যাওয়ার রাস্তা দুটি খানা-খন্দকে বেহাল হয়ে পড়েছে
- আপডেট সময় : ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
জামালপুর থেকে ময়মনসিংহ ও সরিষাবাড়ি যাওয়ার রাস্তা দুটি খানা-খন্দকে বেহাল হয়ে পড়েছে। এদিকে, সরিষবাড়ি থেকে ভাটারা হয়ে জেলা সদর এবং চেচুয়া হয়ে ময়মনসিংহ যাতায়াতের মূল সড়কটিও ভেঙ্গেচুরে গেছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাতায়াতকারীরা।
জামালপুর জেলা সদর থেকে চেচুয়া হয়ে ময়মনসিংহ পর্যন্ত ২৮ কিলোমিটার রাস্তার মাঝে কাজ হয়েছ ১৬ কিলোমিটার। সদর থেকে কালিবাড়ি, ভাটারা হয়ে সরিষাবাড়ি পর্যন্ত ১৬ কিলোমিটরের মাঝে মাত্র অর্থেক রাস্তার কাজ হয়েছে। এসব সড়কের বেশিরভাগই ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
নান্দিনা, কালিন ও ভাটারা থেকে সরিষাবাড়ি পর্যন্ত চার কিলোমিটার সড়কের দু’পাশের মাটি সরে গেছে। এতে করে রাস্তা ভেঙ্গে সরু হতে হতে প্রায় পায়ে হাটা পথে পরিণত হয়েছে। এসব সড়কে প্রায়ই বাস-ট্রাক, অটোরিক্সা উল্টে ঘটছে দুর্ঘটনা।
রাস্তা মেরামতে কাজ চলছে। জমি অধিগ্রহণ জটিলতা শেষ হলে, দ্রুত কাজ সম্পন্ন হবে বলে জানায় সংশ্লিষ্টরা। শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী।