সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৭৫০ বার পড়া হয়েছে
সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মানিকগঞ্জে জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান চালক ও সহকারী ইউনিয়নের নেতাকর্মীরা।
দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলানায়তনে এ অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আব্দুল কাইযুম করিম। বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে প্রতিবছর ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যানে মালামাল লোডে সংগঠনের কল্যাণ তহবিলের চাঁদা উত্তোলন করা হলেও তার কোন হিসাব না দিয়ে প্রায় ২ কোটি টাকা আত্মসাত করা হয়েছে।
এদিকে, পাবনার সাঁথিয়া উপজেলার চাঞ্চল্যকর অটোরিকশা চালক সেলিম হোসেন হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। ঘটনায় জড়িত পাঁচজন গ্রেপ্তার। মঙ্গলবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।























