দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম পরিষদ ১৫টি পদে ও রফিকুল ইসলাম পরিষদ ৩টি পদে জয় পেয়েছে। ২০২১ থেকে ২০২৩ সালের ১৮টি পদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা হয়।
গেলো রাতে দিনাজপুরের স্থানীয় একটি স্কুলে রাত ১২টায় ভোট গননা শেষে বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আশফাক আহম্মেদ ফল ঘোষণা করেন। শামীম পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম প্রাপ্ত ভোট ১ হাজার ৫শ’ ৭৯টি ও মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পুসহ ১৫ জন। ওদিকে, রফিকুল ইসলাম পরিষদের বিজয়ী ৩ জন প্রার্থী হলেন- সহিদুর রহমান পাটোয়ারী, মোহন মানবেন্দ্র দাস মনোজসহ ৩ জন।