স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
জেলার ক্রীড়াঙ্গন উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
দুপুরে মতবিনিময়ের সময় জেলার খেলাধূলার বিবরণ তুলে ধরে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। বক্তব্যে বলা হয়, চলতি বছর থেকে ক্রীড়া বিষয়ক ভালো প্রতিবেদনের জন্য একজন করে সাংবাদিককে সম্মাননা দেয়া হবে। সাংবাদিকরা তাদের বক্তব্যে ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন। মতবিনিময়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।