কবরস্থান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকলিয়ায় কবরস্থান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াকুব দীর্ঘদিন ধরে বড় মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থানটি দখলের চেষ্টা করে আসছিল। সকালে এক কবরস্থানে নামফলক লাগাতে গেলে ইয়াকুব জমিটি নিজের মালিকানাধীন দাবি করে নামফলক লাগাতে বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে চারজন গুলিবিদ্ধসহ ১৩ আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।