কালিহাতীর পৌলি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর পর্যন্ত তীব্র যানজট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পৌলি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
কয়েকদিনের বৃষ্টিপাতে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব সড়কে খানাখন্দের সৃষ্টি হওয়ায় এই যানজট তৈরি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু সড়কের ১৪ কিলোমিটার অংশ পাড়ি দিতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মহাসড়কের যাত্রী এবং গাড়ির চালকেরা। সকাল ১১টায় এলেঙ্গা বাসস্ট্যান্ডে উত্তরবঙ্গগামী লেনে সারিবদ্ধভাবে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে, মহাসড়কে যানজট থাকায় আঞ্চলিক সড়কে ঢুকে পড়ছে অনেক যানবাহন। ফলে অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোডেও তৈরি হচ্ছে গাড়ির জটলা। অপরদিকে সিরাজগঞ্জ অংশের মহাসড়কে যানজটের কারণে টোল আদায় ২ দফা আধা ঘণ্টা বন্ধ রাখা হয়।