রাঙ্গামাটিতে বুনো হাতির আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দলছুট এক বুনো হাতির আতঙ্কে রয়েছেন রাঙামাটির নানিয়ারচর উপজেলার মানুষ। আক্রমণ থেকে বাঁচতে রাত জেগে হাতিটিকে পাহারা দিচ্ছে গ্রামবাসী।
স্থানীয়রা জানায়, গেল মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়ি এলাকা থেকে হাতিটি নানিয়ারচর উপজেলার ফিরিংগিপাড়া, মহাজন পাড়া ও ছয়কুড়ি বিলে অবস্থান নেয়। বৃহস্পিতবার সকাল থেকে উপজেলার বগাছড়ি থেকে কালো পাহাড়ের দিকে বিচরণ করতে দেখা যায় হাতিটিকে। গ্রামবাসী জানায়, এলাকার ধানক্ষেত, আখের খেত, নারিকেল গাছ, আম বাগানসহ বিভিন্ন ফসলী বাগানের ক্ষতি করছে দলছুট ওই হাতি। নানিয়ারচর বনবিভাগ কর্মকর্তা আজিজুল হক জানান, বুনো হাতিটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে গ্রামবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ঢাক-ঢোল বাজিয়ে হাতি তাড়ানোর জন্য বলা হয়েছে।