সাভারে দগ্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ার একটি কারখানার বয়লারের পানিতে দগ্ধ হওয়া দুই শ্রমিক এবং বাড়িতে বিস্ফোরণে দগ্ধ আরেক নারী শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমের বাড়িতে বিস্ফোরণে দগ্ধ হওয়া নারীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, আফরোজা বেগম নামের ওই নারী বুধবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে, গেলো ৩ জুন সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া এলাকার কুটিরিয়ায় এসডিএস ইয়ার্ন ডায়িং পোশাক কারখানার বয়লারের পানিতে দগ্ধ হওয়ার ঘটনায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়।




















