ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা ঘটনায় দুটি মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১২:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় নিহত মাদ্রাসা ছাত্র ও জুতার আঠা নিয়ে নেশা করতে গিয়ে মৃত্যু হওয়া তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার জেলা সদরের চাঁনপুর ও সরাইল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার বিকেল সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাগাচং গ্রামের চাঁনপুর এলাকায় গরুর বাজার থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় জিহাদ নামের ওই মাদ্রাসা ছাত্র আহত হয়৷ পরে মুমূর্ষু অবস্থায় রাতে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। জিহাদ সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্বপাড়ার দীপন মিয়ার ছেলে৷ জিহাদ স্থানীয় আলীনগর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। করোনাকালীন সময়ে মাদরাসা বন্ধ দেওয়ায় জাহিদ তার বাবার ছাগলের ব্যবসা দেখবাল করতেন।এদিকে, জেলার সরাইলে জুতায় লাগানো আঠা দিশে মাদক সেবনে সুমন মিয়া নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার অরুয়াইল-চাতলপাড় সড়কের শোলকান্দি ব্রিজের নিচ থেকে তারা মরদেহ উদ্ধার করে পুলিশ।