বিএনপি আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বিএনপি আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র বহুদলীয় গণতন্ত্র ছিলো বহুদলীয় তামাশা।
বুধবার সকালে সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখেছে বিএনপি।
এসময় দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।