হঠাৎ করেই ধসে পড়লো কোল্ড স্টোরেজ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
 - / ১৫৭৭ বার পড়া হয়েছে
 
কুমিল্লায় হঠাৎ করেই ধসে পড়লো একটি কোল্ড স্টোরেজ। ভোরে জেলার বুড়িচং উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জেলার বুড়িচং উপজেলার কাবিলা বাজারে অবস্থিত ‘মোকাম কোল্ড ষ্টোরেজ লিমিটেড। এটি ৫০ বছরের পুরনো ৪ তলার একটি ভবন। সকালে হঠাৎ ধসে পড়ে কোল্ড স্টোরেজটি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট উদ্ধার কাজ চালায়, তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তারা। কোল্ড স্টোরেজের ভাড়াটিয়া মালিক ফরহাদ হোসেন জানান, ভবন ধসে প্রাণহানীর ঘটনা না ঘটলেও কোল্ড ষ্টোরেজটিতে সংরক্ষিত প্রায় ৭০ হাজার মণ আলু ও পাশে খামারে থাকা ৮টি গরু মারা যায়।
																			
																		














