পটুয়াখালীর মহিপুরে ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেনু জব্দ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
 - / ১৫৫৭ বার পড়া হয়েছে
 
পটুয়াখালীর মহিপুরে ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড।
গেলরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীপুরের ব্রীজ এলাকা থেকে এসব রেনু জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। পরে জব্দকৃত চিংড়ি রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিজামপুর কোষ্টাগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মহসিন রেজাসহ কোষ্টগার্ডের সদস্যরা। নিজামপুর কোষ্টাগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চিংড়ি রেনুগুলো জব্দ করা হয়। অবৈধ চিংড়ি রেনু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
																			
																		














