ড্র হলো লর্ডস টেস্ট

- আপডেট সময় : ০৮:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ড্র হলো লর্ডস টেস্ট। শেষ দিনে ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেটে ১৭০ রান করে ইংল্যান্ড। পাঁচ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেয় দু’দল।
দুই উইকেটে ৬২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে বেশি দুর এগোয়নি আগের দিনের অপরাজিত জুটি। মাত্র ১০ রান করেই ফিরে যান ওয়েগনার। টম লাথাম আউট হন ৩৬ রান করে। এরপর রস টেইলর ও নিকোলসের ছোট ছোট ইনিংসে ৬ উইকেটে ১৬৯ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে উদ্বোধনী জুটিতে ৪৯ রান যোগ করেন ররি বার্নস ও ডম সিবলি। ২৫ রান করেন বার্নস। দ্বিতীয় উইকেটে ভালো করতে পারেনি জ্যাক ক্রলি। ডম সিবলি তুলে নেন ফিফটি। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৬০ রান। জো রোট ৪০ করে আউট হন। ম্যাচের গতিপথ বুঝে সময় শেষ হওয়ার আগেই ড্র মেনে নেয় দু’দল। অভিষেকেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছে ডেভন কনওয়ে।প্রথম ইনিংসে কিউইদের ৩৭৮ রানের জবাবে ২৭৫ করে থ্রি লায়নরা।