দশ মাস বয়সী বাছুর দিচ্ছে দৈনিক ৩ লিটার দুধ, ব্যাপক চাঞ্চল্য

- আপডেট সময় : ০৮:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখিপুরে দশ মাস বয়সী মাতৃদুগ্ধ পানকারী বকনা বাছুরের দৈনিক তিন লিটার পরিমাণ দুধ দেয়াকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বাছুরটি দেখতে প্রতিদিনই ভীড় করছে অসংখ্য মানুষ। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা বলেছেন, বাছুরের দুধ দেয়ার এমন ঘটনা বিরল বা অস্বাভাবিক নয়।
যে গরুটি দুধ দিচ্ছে তা প্রাপ্ত বয়স্ক কোন গাভী নয়। দশমাস বয়সী বিদেশি জাতের এই বাছুরটি এখনও মায়ের দুধ পান করে। প্রাপ্ত বয়স্ক না হয়েও দুধ দেয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সখিপুরসহ পুরো জেলায়।
গবাদিপশুটির মালিক টাঙ্গাইলের সখিপুরের গড়গোবিন্দপুর গ্রামের খামারি মর্জিনা বেগম ও খোরশেদ আলম দম্পতির। তাদের খামারের বিদেশী জাতের একটি গাভীর দশ মাস বয়সী বকনা বাছুর হঠাৎ করে দিচ্ছে – দৈনিক তিন লিটার করে দুধ!
আর বিরল এই ঘটনাটি ছড়িয়ে পড়লে প্রতিদিন শতশত উৎসকজনতা বকনা বাছুরটি দেখতে ভীর জমাচ্ছেন।
এদিকে প্রাণীসম্পদ কর্মকর্তার দাবী বিষয়টি অস্বাভাবিক নয়। অনেক সময় হরমোন জনিত কারণে এমনটা হয়ে থাকে। তবে দুধ পরীক্ষা করে পান করার পরামর্শ তার।
স্বাভাবিক নিয়মে দেশীয় জাতের গরু সাধারণত ২০ থেকে ২৪ মাস ও বিদেশী জাতের গরু ১৪-১৬ মাসে প্রজনন সক্ষমতা অর্জন করে থাকে।