অবৈধভাবে ভারত ফেরত এক মানব পাচারকারীসহ সাতক্ষীরায় ৭ জনকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:০১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
অবৈধভাবে ভারত ফেরত এক মানব পাচারকারীসহ সাতক্ষীরায় ৭ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
ভোরে সাতক্ষীরা ও কলারোয়ার বিভিন্ন সীমান্ত থেকে তাদের আটক করা হয়। করোনা সংক্রমণ এড়াতে তাদেরকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিজিবি’র বিশেষ টহল বাহিনীর সদস্যরা গেলরাত ও ভোরে সাতক্ষীরার ভোমরা, কুশখালি, তলুইগাছা এবং হিজলদী বিওপি সীমান্ত থেকে এক মানব পাচারকারীসহ ৭ জনকে আটক করা হয়।