ময়মনসিংহে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সকালে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম টুর্নামেন্টের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এসময় জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ নানা বয়সী ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ বলেন, আগামী দিনে এই টুর্নামেন্টের মাধ্যমে ভালো খেলোয়ার তৈরী হবে এবং যারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। খেলাধূলার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করারও আহ্বান জানান তিনি।