সিএনজি অটোরিক্সা চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জসহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে রেব। এ সময় তাদের কাছ থেকে ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
দুপুরে হবিগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেজর সৌরভ মোহাম্মদ অসীম শাতিল। রেব জানায়, ২১ এপ্রিল সিএনজি অটোরিকশা চোরচক্রের প্রধান আবু তালেবকে গ্রেফতার করা হয়। এরপর ৩ জুন মাধবপুর থেকে তাদের অন্যতম সদস্য শামসু মিয়াও গ্রেফতার হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করে রেব। এসময় তাদের কাছ থেকে ৬টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।















