টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে যায়। এতে যানচলাচল বন্ধ হলে অতিরিক্ত গাড়ীর চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কয়েকদফা বন্ধ রাখা হয় বলেও জানান তিনি।