নোয়াখালীতে প্রভাবশালীদের প্রশ্রয়ে বেপরোয়া কিশোর গ্যাং

- আপডেট সময় : ০২:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
জমি দখল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, শালিস বানিজ্য, মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে নোয়াখালীর কিশোর-তরুণরা। শহরের গ্যাং সন্ত্রাস ঢুকে পড়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। প্রভাবশালীদের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং গুলো। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।
নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং। গত বছরের অক্টোবরে বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে ধর্ষণের পর সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে দেশব্যাপী আলোচনায় আসে কিশোর গ্যাংয়ের দেলোওয়ার ও রহিম বাহিনী ।
গত শুক্রবার রাতে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে হাবিবুর রহমান নামে এক কিশোরকে অপহরণের পর, হত্যার চেষ্টা করে স্থানীয় কিশোর গ্যাং। সন্ধ্যায় খলিল মিয়ার হাটে গ্যাং প্রধান এমরান হোসেন বাপ্পির নেতৃত্বে, শান্ত, দুলাল, টিপু, রতন ও ছারওয়াসহ ১০/১৫ জন হামলা চালিয়ে ওই কিশোরকে রক্তাক্ত করে।
অনুসন্ধানে জানা গেছে, এসব সন্ত্রাসীরা এলাকায় ইয়াবা বিক্রি করে। চাঁদাবাজি, মাদক, আপহরণে এমরান বাহিনী জড়িত বলে জানায় এলাকাবাসী। তাদের দাপটে আতঙ্কিত সাধারণ মানুষ।
সোনাইমুড়ির জয়াগ ইউনিয়নে মোহাম্মদ আলী মানিক গ্রুপ, ফাহাদ গ্রুপসহ সক্রিয় রয়েছে অন্তত ২০টি গ্যাং। আইনের আশ্রয় নিতেও ভয় পায় মানুষ। প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতনের খড়্গ।টাকা ও অস্ত্র দিয়ে কিশোর গ্যাং তৈরির অভিযোগে উঠেছে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। তালিকা করে কিশোর গ্যাং এর সদস্যদের গ্রেফতার করা হচ্ছে বলে জানায়, পুলিশ।
এই কিশোর-তরুণদের এখন স্বাভাবিক জীবনে ফিরিয়ে না আনলে, এক সময় বড় অপরাধী হয়ে উঠবে বলে আশংকা করছে সচেতন মহল।