রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। যা এই হাসপাতালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদের মধ্যে ৯ জন চাঁপাইনবাবগঞ্জ, ৬জন রাজশাহী এবং একজন নওগাঁ জেলার বাসিন্দা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ১৬ জনের মধ্যে ১০ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকি ৬ জন উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। এরমধ্যে ৫জন আইসিইউতে মারা যান। এ নিয়ে গত ১২ দিনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩ জনে। এছাড়া, হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি বর্তমানে ভর্তি আছেন ২২৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। এদের মধ্যে ১৩ জন রাজশাহীর, ১৫ জন চাঁপাইনবাবগঞ্জের, পাবনার ৩ এবং ১ জন নাটোরের।