সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গাইবান্ধায় গাছে লাগানো হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক সাইনর্বোড

- আপডেট সময় : ০১:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকার গাছে লাগানো হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক সাইনর্বোড। এতে স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশা-পাশি মরে যাচ্ছে অনেক গাছ। নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌর্ন্দয।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন সড়কের পাশে থাকা গাছে পেরেক ঠুকে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন-পোষ্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। এতে করে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হচ্ছে। ইতিমধ্যে অনেক গাছ মরেও যাচ্ছে। ঝড়-বাতাসে সাইনবোর্ড পড়ে দূর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা।
শহরে ঢোকার পথ থেকে শুরু করে বামনডাঙ্গা, সাইতানতলা, পাচপীর, শোভাগঞ্জ এলাকার বিভিন্ন গাছে দীর্ঘদিন থেকে ঝুলে আছে এই সব সাইনবোর্ড। গাছ রক্ষায় আরও কঠোর আইন দরকার বলে মনে করে, পরিবেশ আন্দোলনের নেতারা।
গাছে পেরেক মেরে বিজ্ঞাপন টাঙানো বন্ধ করতে পদক্ষপে নেয়ার কথা জানান, পৌর মেয়র। উপজেলার বিভিন্ন মোড়ে প্রায় এক হাজারের বেশি সাইনর্বোড, বিলর্বোড টাঙ্গানো রয়েছে।