দেশের সীমান্তবর্তী জেলা ও উচ্চ সংক্রমিত এলাকায় অঞ্চলভিত্তিক সম্পূর্ণ লকডাউনের পরামর্শ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশের সীমান্তবর্তী জেলা ও উচ্চ সংক্রমিত এলাকায় অঞ্চলভিত্তিক সম্পূর্ণ লকডাউনের পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ পরামর্শ দিয়েছেন তারা। একইসঙ্গে সীমান্তবর্তী সব জেলাসহ উচ্চ সংক্রমিত এলাকা থেকে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ করা প্রয়োজন বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সীমান্তবর্তী রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, নওগাঁ এবং খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট এলাকাতে সংক্রমণের উচ্চহার দেখা যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের সর্বাত্মক চেষ্টার পরও বড় আকারে সংক্রমণ হলে চিকিৎসা ব্যবস্থার জন্য বড় রকমের চ্যালেঞ্জ হতে পারে বলেও মনে করছে কমিটি ।