উপনির্বাচন এবং স্থগিত থাকা ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চারটি শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন এবং স্থগিত থাকা ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে আজ।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা’র সভাপতিত্বের বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। পরে সভা শেষে এসব ভোটের তফসিল ঘোষণা করা হবে। লক্ষ্মীপুর-২ আসনের স্থগিতকৃত উপনির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভা ও প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিতকৃত নির্বাচন; সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন; ইউনিয়নের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন ও পৌরসভাসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন নিয়ে হবে আলোচনা।