হঠাৎ করে উত্তরের জেলা নাটোরে করোনা সংক্রমনের হার বেড়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
হঠাৎ করে উত্তরের জেলা নাটোরে করোনা সংক্রমনের হার বেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মানাতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, মাস্ক বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, গতকাল ২৪ ঘন্টায় ২৯ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। তার মধ্যে ১১ জনই করোনা পজেটিভ। এতে সংক্রমণের হার শতকরা ৩৭.৯ ভাগেরও বেশী। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৬৪ জন এবং আক্রান্তের হার শতকরা ৪৫ ভাগ। স্বাস্থ্যবিধি মেনে না চলায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। সকাল থেকে জেলা শহরে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ প্রশাসন মাঠে কাজ করছে। ভীড় কমাতে, মাস্ক ছাড়া শহরে যাতে প্রবেশ না করতে পারে এবং অতিরিক্ত জনসমাগম যাতে না হয় সেজন্য শহরের বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়েছে পুলিশ প্রশাসন।
















