মাধ্যমিকের বই পাচারকালে ট্রাকসহ ২ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে মাধ্যমিকের ২০২০-২১ শিক্ষাবর্ষের বই পাচারকালে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এসময় বইভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়।
ঝিনাইগাতী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কিছু কালোবাজারী শিক্ষার্থীদের পাঠ্যবই পাচার করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইগাতী থানা মোড়ে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকে থাকা অমৃত মোদক ও সেলিম মিয়া নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্রাম থেকে বই সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাবার কথা স্বীকার করেছে। ট্রাক থেকে ৩৭শ’ কেজি বই জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।























