আশুলিয়া হত্যাকাণ্ডের শিকার অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আশুলিয়ার কাঠগড়ার হত্যাকাণ্ডের শিকার অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে।একইসাথে হত্যার রহস্য উদঘাটন করে ৩ হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলরাতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই একে অপরের বন্ধু। তারা পাবনা সাথিয়ার বাসিন্দা। নাম আব্দুল আলীম ও জিহাদ। সবাই দিনমজুর হিসেবে বিভিন্ন কাজ করতো। উদ্ধারকৃত মরদেহটি পাবনা জেলার বেড়া থানার মঞ্জু মিয়ার ছেলে আল আমিনের। পুলিশ জানায়, নিহতের মোবাইলের অবস্থান শনাক্ত করে তদন্ত শুরু করে আশুলিয়া পুলিশ।অবস্থান অনুযায়ী গাজীপুরের কোনাবাড়ির একটি দোকানে মোবাইল বিক্রি করতে যায় আসামিরা। এসময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই একে অপরের বন্ধু। মূলত টাকা লেন-দেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।























