সুনামগঞ্জ থেকে বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুসিত জগন্নাথপুর এলাকা থেকে বিকাশ প্রতারণার সাথে জড়িত এক নারীসহ ৩ প্রতারকরকে আটক করেছে রেব।
রেব জানায়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় রেজিষ্ট্রেশন আছে কিন্তু পরিত্যক্ত সিম ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ বিকাশের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছিলো বহু টাকা। গোপন তথ্যের ভিত্তিতে আজ দুপুরে তাদেরকে আটক করা হয়।
এছাড়া- নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধুকে গলাকেটে হত্যা করেছে স্বামী। ভোরে সদর উপজেলার পূর্ব লামাপাড়া এলাকায় একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনায় ঘটে। এঘটনায় অভিযুক্ত স্বামী হীরা চৌধুরীকে আটক করেছে পুলিশ।























