শেকলবন্দী জীবন-যাপন করছেন নওগাঁয় একই পরিবারের চার সদস্য
- আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
শেকলবন্দী জীবন-যাপন করছেন নওগাঁয় একই পরিবারের চার সদস্য। জন্ম স্বাভাবিক হলেও, আজানা কারণে আস্বাভাবিক আচরণ করে তারা। চিকিৎসা করালেও স্বাভাবিক জীবনে ফেরাতে পারেনি তাদের স্বজনরা। ছাড়া পেলেই যাকে-তাকে মারতে যায়। বাধ্য হয়েই চার ভাই-বোনকে শেকলবন্দী করে রাখা হয়েছে।
নওগাঁর আত্রাই উপজেলার ব্রজপুরের আয়েজান বিবির আট সন্তানের মধ্যে চারজনই এখন শেকলবন্দী। কয়েকবছর আগে নয় সন্তানের মধ্যে এক ছেলে মারা গেছে। দুই মেয়ের বিয়ে হয়েছে৷ আর, দুই ছেলে মানসিক প্রতিবন্ধী হওয়ার ভয়ে বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকে।
জন্মের পর বেশ ভালোই ছিলো তাদের জীবন। বিয়েও হয়েছে সবার। কিন্তু, ধীরে ধীরে অজানা কারনে অস্বাভাবিক আচরন শুরু করে বাকি দুই মেয়ে ও দুই ছেলে। সামনে পেলে যাকে-তাকে মারতে চায় তারা। নিরাপত্তার স্বার্থেই এখন শেকলবন্দী করে রাখা হয়েছে তাদের।
অসুস্থ্য স্বামী ও চার সন্তানসহ ছ’জনের সংসার চালাতে হিমসিম খাচ্ছে আয়েজান বিবি। সাধ্যমতো চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি।
এক মেয়ের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। অন্যদের জন্যও চেষ্টা করছেন বলে জানান, স্থানীয় জনপ্রতিনিধি। সন্তানদের জন্য সরকার ও বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন আয়েজান বিবি।
















