রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৫:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৮৭৬ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে আজও মানববন্ধন হয়েছে দেশের বিভিন্ন জেলায়।
সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনকারীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করার দাবি জানিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নেতারা। এসময় বক্তারা বলেন, মামলার জব্দ তালিকায় গোপনীয় নথির কথা উল্লেখ নেই। অথচ মামলা দেয়া হয়েছে নথি চুরির।
রোজিনাকে হেনস্তার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পাবনার চাটমোহরের সাংবাদিকেরা। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
নওগাঁয় মুক্তি চেয়ে হেনস্থাকারীদের বিচারের দাবিতে অনশন শুরু করেছেন একজন মানবাধিকার কর্মী। রোজিনার মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। দুপুরে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ জেলা প্রেসক্লাব।
একই ইস্যুতে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার সাংবাদিক সমাজ ও জেলা প্রেসক্লাবের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সাজানো মামলা প্রত্যাহারসহ তার হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে সাতক্ষীরায় প্রতীকি অনশন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।























