নওগাঁ ও ঝিনাইদহের শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনায় কর্মহীন নওগাঁ ও ঝিনাইদহের শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নওগাঁয় কিন্ডার গার্টেনের ৪শ’ শিক্ষকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেয়া হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ৪ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্ত দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদান দেয়া হয়।
এদিকে, বান্দরবনের রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সকালে এই কর্মসূচির আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ঘটনাস্থল পরিদর্শন করেন।