মোবাইল চুরির অভিযোগে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল চুরির অভিযোগে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে।
কিশোরের পরিবারের লোকজন জানায়, গত চারদিন আগে মেরাসানী গ্রামের রুবেলের বোন জামাইয়ের বাড়িতে মোবাইল চুরির ঘটনা ঘটে। চুরির সন্দেহে কিশোর ইয়াকুবকে কৌশলে ডেকে রুবেলের বাড়িতে নিয়ে যায়। সেখানে বাবু, মান্না, রুবেলসহ কয়েকজন মিলে হাত-পা বেঁধে মারধর করতে থাকে এবং কারেন্টের শকও দেয়া হয়েছে বলে জানা যায়। পরে শিশুর কান্নার শুনে আশপাশের লোকজন তার পরিবারকে খবর দিলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।























