স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ

- আপডেট সময় : ০২:১৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে দেশের প্রতিটি নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, অনির্দিষ্টকালের লকডাউন এক্ষেত্রে একক সমাধান নয়।
সকালে বঙ্গভবনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি আরো বলেন, এবছর এমন একটা সময়ে ঈদ উদযাপিত হচ্ছে যখন, করোনার কারণে বাংলাদেশের জনগণের জীবন-জীবিকাও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। জীবনযাত্রা সচল রাখতে করোনা পরিস্থিতির মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। আতঙ্কিত না হয়ে সবার উচিত পরিপূর্ণ বিধিনিষেধ মেনে চলা। সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসার পাশাপাশি বিপন্ন মানুষের সহায়তায় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। টিকা কার্যক্রমে সাময়িক সমস্যা হলেও সরকার সর্ব্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহের জোর প্রচেষ্টা চালাচ্ছে। এসময় বিত্তবানদের অসচ্ছল ও অসহায় মানুষের সাহায্যে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি।