গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসের দাবীতে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
গার্মেন্টস শ্রমিকদের বেতন, বোনাস ও পাওনা ছুটি না দেয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট।
দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বামজোট জেলার আহবায়ক অ্যাডভোকেট আবুল হোসেনের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় বক্তরা বলেন, করোনার কারণে নিম্নআয়ের মানুষ আর্থিকভাবে বিপর্যয় সেইসাথে যোগ হয়েছে ঈদুল ফিতর উৎসব। এমন সময় গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস ও পাওনা ছুটি না দিয়ে তাদের উপর জুলুম করা হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের উপর এ জুলুম বন্ধ ও তাদের পাওনা বুঝিয়ে দিতে সরকারি হস্তক্ষেপের দাবি জানান নেতাকর্মীরা।