বেতন বোনাসের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বেতন বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহীর স্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেমিকো’র শ্রমিকরা।
সকালে নগরীর টিকাপাড়া কেমিকো ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করতে থাকে তারা।বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা দৈনিক ১০০ টাকা মজুরীতে কাজ করে আসছেন। এছাড়া ওভারটাইমের টাকা পরিশোধ করে না মালিকপক্ষ। গত দুই মাসের বেতন ও ঈদের বোনাস না পাওয়ায় তারা আজ কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নেমেছেন।তবে পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের নিয়ে আলোচনায় বসে।