মসজিদে ঢুকে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে জখম, আটক ১
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সদর উপজেলায় পূর্ব শক্রতার জেরে মসজিদে ঢুকে এক ব্যক্তিকে উপর্যুপুরি ছুরিকাঘাতে জখম করার অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
জানা যায়, ইউছুফ আলী ভান্ডারীর রশিদ কলোনী এলাকায় একটি বড় গরুর খামার ছিল। ওই খামারের কারণে পরিবেশ দূষণ হওয়ায় এলাকাবাসী বিভিন্ন অধিদপ্তরে লিখিত অভিযোগ করে তার খামারটি বন্ধ করার জন্য। ওই অভিযোগ পত্রে আহতের ভাইও একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর করে। এ ঘটনার জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।























