গোপালগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ঈদ বাজার

- আপডেট সময় : ০৭:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
লকডাউনের মধ্যে দোকানপাট খুলে দেয়ায় গোপালগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ঈদ বাজার। ব্যবসায়ীরা মধ্যরাত পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখার দাবি জানিয়েছেন।
দোকানপাট খুলে দেয়ায় জেলা-উপজেলা শহরের বাজার, দোকান ও শপিংমলে ভীড় করছে নানা বয়সী মানুষ। তবে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাজারে নতুন নকশার পোশাক না আসায় ফিরে যাচ্ছে অনেক ক্রেতা। করোনা ঝুঁকির মধ্যেও আবার পছন্দের পোশাক কেনার চেষ্ঠা করছে অনেকে।
পরিবহণ বন্ধ থাকায় চাহিদা অনুযায়ী এবার নতুন পোশাক আনতে পারেনি ব্যবসায়ীরা। তারপরও লোকসান কাটিয়ে লাভের আশা করছে তারা।
স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, জেলা প্রশাসক।
ব্রাহ্মণবাড়িয়ায় বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা মাস্ক পড়লেও, সামাজিক দূরত্ব বজায় রাখছেনা কেউ। চাহিদার তুলনায় কম হলেও দেশি-বিদেশি তৈরি পোশাকের কালেকশন রয়েছে বিপনিবিতানে। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
রাত বারোটা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছে, ব্যবসায়ীরা।
স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যবসায়িক সংগঠনগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে মাঠে কাজ করছে জেলা প্রশাসন।
শহরের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ও কমিউনিটি পুলিশ হিমশিম খাচ্ছে।