সড়কে ঘরমুখো মানুষের ঢল অব্যাহত, ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি

- আপডেট সময় : ০৭:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের ঢল অব্যাহত রয়েছে সড়কে। তবে যানবাহন স্বল্পতার সাথে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি। গ্রামে যেতে ভোর থেকেই রাস্তায় দেখা যায় নগরবাসীর চাপ। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে গন্তব্যে ছুটছেন মানুষ, সেই সাথে অতিরিক্ত টাকা দিয়ে বিকল্প ব্যবস্থায় যেতে হচ্ছে যাত্রীদের।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সারাদেশে দূরপাল্লার বাস বন্ধ ।তার পরেও সবকিছু ছাপিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছুটছে মানুষ। বেলা ১২টায় আমিন বাজার ব্রিজে এসে দাড়ায় একটি মালবাহি গাড়ি । বগুড়া পর্যন্ত তিনশো করে হাক ডাকতে শুরু করেন হেলপার।গাড়ির উচ্চতা বেশি হওয়ায় চারপাশের বেষ্টনি ধরে গাড়িতে ওঠেন কয়েক জন। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গাড়ি ছেড়ে দেয় চালক।
এর কিছুক্ষণ পরই ব্রিজটির উপরে আরও কয়েকটি পিকআপ ভ্যান এসে থামে। এগুলোর চালক ও হেলপার সিরাজগঞ্জ রোড পর্যন্ত যাত্রীপ্রতি দাবি করে ১ হাজার টাকা।এছাড়া প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল ভাড়া করে যাত্রীদের গন্তব্যে ফিরতে দেখা যায়। যাত্রীদের অভিযোগ, সরকার ও চালক-হেলপারদের কাছে জিম্মি তারা।