বেনাপোল সীমান্ত থেকে ৫ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।
ভোরে সীমান্তবর্তী এলাকা অভয়বাশ থেকে এসব অস্ত্র গুলি উদ্ধার করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে অভয়বাশ নামক স্থানে অপেক্ষা করছে।পরে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। তবে বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।























