করোনার ভারতীয় ভেরিয়েন্ট উদ্বেগজনকঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংস্থাটির বিজ্ঞানী মারিয়া ভান বলেন, ‘ভারতে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের ধরন বি ডট ওয়ান ডট সিক্স ওয়ান সেভেন দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার বেশকিছু প্রমাণ মিলেছে।
এ কারণে, করোনার এই ধরনকে বিশ্বব্যাপী উদ্বেগের বলে বিবেচনা করা হচ্ছে। ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম করোনার বি ডট ওয়ান ডট সিক্স ওয়ান সেভেন ধরন শনাক্ত হয়। মহামারি করোনা ভাইরাসের এই ধরনটি অতি সংক্রামক। যে কারণে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ভারত। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ৩ হাজার ৮৭৬ জনের। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন।




















