ঈদকে সামনে রেখে নিরুপায় হয়ে পড়েছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ

- আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে এবার একেবারেই নিরুপায় হয়ে পড়েছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ। করোনা পরিস্থিতিতে হাতে নেই প্রয়োজনীয় টাকা। সন্তানদের নতুন জামা দেয়া দূরের কথা, সেমাই-চিনি কেনার সামর্থ্যই নেই বলে জানায় তারা। তেমন কোনো সরকারি-বেসরকারি সহযোগিতা না পেয়ে হতাশ চরবাসী।
এক বছরেরও বেশি সময় ধরে হাতে কোনো কাজ না থাকায়, এবার ঈদে চরম বিপাকে পড়েছে কুড়িগ্রামের চার শতাধিক চরাঞ্চলের পাঁচ লক্ষাধিক মানুষ। বন্যা ও খরায় তেমন কোনো ফসল না হওয়ায় অসহায় দিন-যাপন করছে মানুষগুলো। এ অবস্থায় ঈদকে নিদারুন এক উপহাস বলে মনে করছে তারা।
রোজগার না থাকায় ছেলে-মেয়েদের জন্য নতুন জামা কিনতে পারছেনা। এমনকি সেমাই-চিনি কেনার সামর্থও নেই বলে জানান তারা।সরকারি সামান্য বরাদ্দ থাকলেও, অনেকের ভাগ্যেই জুটছে না তা।প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা দেয়ার কথা জানান, ইউপি চেয়ারম্যান।চরাঞ্চলে সরকারি সব সুবিধা পৌঁছে দেয়ার দাবি করেন, জেলা প্রশাসক।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারি-বেসরকা