বিধিনিষেধ উপেক্ষা করেই ঢাকা ছাড়ছে রাজধানীবাসী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ প্রতিরোধে দেয়া বিধিনিষেধ উপেক্ষা করেই স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী।
আন্তঃজেলা গণপরিবহণ বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে পিকআপ ভ্যান, ভাড়া করা গাড়ি ও মোটরসাইকেলে করে বাড়ির পথে ছুটছেন তারা। গন্তব্যে যাওয়ার জন্য ভেঙে- ভেঙে, বিকল্প পথে বাড়ি ফিরছেন তারা। দিনের বেলায় কোনো যানবাহন না পেয়ে গন্তব্যে পৌঁছুতে মধ্যরাতেই নিজ এলাকা থেকে পায়ে হেঁটেই রওনা হয়েছেন তারা। কেউ কেউ রাইড শেয়ারিংয়ের মাধ্যমে মোটরসাইকেলেও যাওয়ার চেষ্টা করছেন। পরিবহনের জন্য অপেক্ষমান যাত্রীরা বলছেন, সরকার যেনো অন্তত ঈদকে কেন্দ্র করে হলেও চালু করে দেয় দূর পাল্লার যানবাহন, সেই দাবি ই জানালেন ঘরমুখো এই মানুষেরা।





















