নেত্রকোনায় চাল ক্রয় কার্যক্রম শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের আওতায় চাল ক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
সকালে নেত্রকোনা খাদ্য গুদামে চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোহাম্মদ আবদুর রহমান। এসময় নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা চালকল মালিক সমিতির সভাপতিসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা। জেলায় এ বছর মিলারদের কাছ থেকে ৪০ টাকা ধরে ৪৩ হাজার ৭শ’ ৩৮ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।