মেহেরপুরে কর্মহীন-অসহায়দের জন্য যুবলীগের ‘ফ্রি হাট’

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনা মহামারিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
মেয়র বলেন, করোনা মহামারিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রয়োজনের কথা মুখ ফুটে বলতে পারছেন না অনেকে। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলার অসহায় মানুষের পাশে দঁড়িয়েছে মেহেরপুর পৌরসভা। শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে গড়ে তোলা হয়েছে একটি ফ্রি হাট। এর উদ্বোধন করে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, ঈদের আগ দিন পর্যন্ত চলবে এ হাটের কার্যক্রম। কোন অর্থ ছাড়াই অসহায় মানুষ এখান থেকে সবজি, মাছসহ নিত্য প্রয়োজনিয় জিনিস সংগ্রহ করতে পারবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ ফ্রী হাট।