জরুরি ব্যবহারের অনুমোদন পেল চীনের ভ্যাকসিন
																
								
							
                                - আপডেট সময় : ০১:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
 - / ১৫৭৪ বার পড়া হয়েছে
 
চীনের ওষুধ প্রস্তুতকারী সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সের কার্যক্রম আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার এ অনুমোদন দেয় সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসাস। এই প্রথম চীনের কোনো টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পশ্চিমা দুনিয়ার পরে এটাই প্রথম টিকার অনুমোদন। সিনোফার্মের টিকা অনুমোদন পাওয়ায় কোভ্যাক্সের টিকা কর্মসূচি অনুন্নত দেশগুলোতে আরো সহজ হয়ে আসবে। এরইমধ্যে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের কয়েকটি দেশে সিনোফার্মের টিকা প্রয়োগ হচ্ছে। গত ২৯শে এপ্রিল সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। এর আগে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মর্ডানার টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য টিকা উৎপাদনকারী দেশগুলোকে টিকা রপ্তানির তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডান লিয়েন। শুক্রবার পর্তুগালে ইউরোপীয় ইউনিয়নের এক সামিটে টিকা উৎপাদনকারী দেশগুলোর প্রতি এই আহ্বান জানান তিনি।
																			
																		














