খালেদার শারীরিক অবস্থার কোন উন্নতি নেই
- আপডেট সময় : ১২:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত রোববার আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে, তার শারীরিক অবস্থার কোন উন্নতি নেই বলে জানাচ্ছেন ব্যক্তিগত চিকিৎসকরা।
ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনের আইনি বিষয় খতিয়ে দেখছে আইন মন্ত্রণালয়। বিদেশে পাঠানোর সম্মতি পেলেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানাবে মেডিক্যাল বোর্ড। এদিকে, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা আগের মতোই জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। সরকারের অনুমতির অপেক্ষায় থাকা বিএনপি ও তার পরিবার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিলেও ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসার বিষয়টি দেখভাল করছে। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলার মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়ায় ৩ মে তাকে সিসিইউতে নেয়া হয়।










