বিধি মেনে দেশব্যাপী জেলার ভেতরে চলছে গণপরিবহণ

- আপডেট সময় : ১২:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দীর্ঘদিন নিষেধাজ্ঞার পর সকাল থেকে দেশব্যাপী জেলার ভেতরে চলছে গণপরিবহণ। অর্ধেক যাত্রী নিয়ে যথাযথ বিধি মেনে চলছে যানবাহন।
সিটি সার্ভিস চালুর প্রথম দিনে বিপুল সংখ্যাক যানবাহন চলছে বন্দরনগরী চট্টগ্রামের রাজপথে। সরকারী নির্দেশনা অনুযায়ী দুরপাল্লার যানবাহন সরাসরি না চললেও মানুষ ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে।বিধি মেনে যান চলার চেষ্টা দেখা গেছে।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমেছে যাত্রীবাহী যান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকার যানবাহনে মানা হচ্ছে না বিধিনিষেধ।
বিধি মেনে ভোর থেকে কুমিল্লা বাস টার্মিনাল থেকে নিজ জেলায় শুরু হয়েছে বাস চলাচল। বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী বাসগুলোতে বিধি মেনেই যাত্রী তোলা হচ্ছে।
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এবং রূপাতলী থেকে জেলার ভিতর ১৫-২০টি রুটে গণপরিবহন চলছে।
২২ দিন পর ঝিনাইদহেও শুরু হয়েছে বাস চলাচল। সকাল থেকে জেলা অভ্যন্তরে ৬টি রুটে বাস চলাচল করছে। তবে উপেক্ষিত বিধি।
শর্ত সাপেক্ষে রাস্তায় নেমে সিরাজগঞ্জের গণপরিবহনে যাত্রীর সংখ্য খুবই কম দেখা গেছে।