খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আজঃ স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চাইছে তার পরিবার ও দল। সরকারের অনুমতি চেয়ে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন মন্ত্রণালয় থেকে আজই সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
বুধবার রাতে পরিবারের পক্ষ থেকে ছোটভাই শামীম ইস্কানদার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর কাছে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি চাওয়া হয়। আবেদন পাওয়ার পর সংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার এই আবেদন ইতিবাচকভাবে দেখছে। বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন আইন সচিবের কাছে পাঠানো হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আজই আইন মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মতামত এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার সবসময় ইতিবাচক বলেই দন্ড স্থগিত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।