ডোনাল্ড ট্রাম্প একটি নতুন ‘কমিউনিকেশন’ ওয়েবসাইট চালু করেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন ‘কমিউনিকেশন’ ওয়েবসাইট চালু করেছেন।
বলা হচ্ছে , এই কমিউনিকেশন ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি কনটেন্ট প্রকাশিত হবে। চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার পর টুইটার তাকে নিষিদ্ধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওই প্লাটফর্মে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসারী ছিল । এছাড়া ফেসবুক এবং ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে। তখন থেকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট প্রেস রিলিজের মাধ্যমে তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এখন নতুন ওয়েবসাইটে তার এসব বক্তব্য প্রকাশিত হবে। ব্যবহারকারীরা এখানে পোস্টগুলোতে লাইক দিতে পারবে এবং এগুলো টুইটার এবং ফেসবুকে শেয়ার করতে পারবে।


























