করোনার কারণে অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
করোনার কারণে অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো চলতি মৌসুমের আইপিএল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিলো বোর্ড। সোমবারে প্রথম দল হিসেবে করোনা আঘাত হানে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কেকেআরের দুই ক্রিকেটার হন কোভিড পজিটিভ। স্থগিত হয় বেঙ্গালুরু-কলকাতার ম্যাচ। এরপর করোনা হানা দিয়েছে চেন্নাই সুপার কিংস শিবিরে। পরে তোপের মুখে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এর আগে, করোনার বাড়তে থাকা সংক্রমণের মাঝেই চলছিল আইপিএলের ১৪তম আসরের খেলা। মাঠেও গড়িয়েছিল ২৮ ম্যাচ। সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানরা খেলেছেন নিজ নিজ দলের হয়ে একাধিক ম্যাচে। এদিকে, সাকিব-মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে চেস্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।