রংপুর মেয়রের দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৬:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনে রংপুর মেয়রের দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্র সমাজ।
দুপুরে নগরীর সেন্ট্রাল রোড জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় জাতীয় ছাত্রসমাজ নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ায় রংপুরে কর্মরত একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলা দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার না করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাকে গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ছাত্রসমাজ নেতারা। এ সময় মহানগর ছাত্রসমাজ সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।